পলিথিন ব্যবহার বন্ধে সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পরিবেশ বিপর্যয় রোধে পলিথিন ব্যাগের ব্যাপক ব্যবহার বন্ধের লক্ষ্যে একটি সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে। এ অভিযানটি র্যা ব, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে শিগগীরই এ অভিযানটি পরিচালনার সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহ্মুদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য নবী নেওয়াজ, মোহা: গোলাম রব্বানী, মো: ইয়াহিয়া চৌধুরী ও টিপু সুলতান এ বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বন বিভাগের অনুমতি ছাড়া চট্টগ্রাম রেলের গাছ কাটায় জড়িত সরকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে বন আইনে মামলা দায়েরের সুপারিশ করা হয়। এছাড়া পরিবেশ আদালত গঠন ও তা কার্যকর করার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট কিছু ধারাকে মোবাইল কোর্টের আওতায় আনা ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ইট ভাটাসমূহ আধুনিকায়ন করার জন্য জাতীয় পত্রিকায় গণ বিজ্ঞপ্তি জারি করার সুপারিশ করা হয়।