গাজায় হামলার নিন্দা বাংলাদেশের মন্ত্রিসভার

cabinetসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা :

গাজা উপত্যকায় ইসরায়েলিদের নির্বিচারে নারী ও শিশু হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। মন্ত্রিসভা অবিলম্বে এই ঘৃণ্য হামলা বন্ধে ইসরায়েলকে চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা বলেছে, বিশেষ করে পবিত্র রমজান মাসে নির্বিচারে নারী-শিশু হত্যা চরম মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশ ফিলিস্তিনি নাগরিকদের পাশে থাকবে বলে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলিদের নির্বিচারে নারী ও শিশু হত্যার ঘটনা সারা বিশ্বের মত বাংলাদেশও এর তীব্র নিন্দা জানাচ্ছে। মন্ত্রিসভা অবিলম্বে এই ঘৃণ্য হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছে। একই সঙ্গে চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
এছাড়া মন্ত্রিসভার বৈঠকে সমুদ্র সীমায় সম্পদ আহরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণী সালিশি ট্রাইব্যুনালের রায় সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। মন্ত্রিসভা এ বিষয়টি গেজেট আকারে প্রকাশের জন্য অনুমোদন দিয়েছে।
তিনি আরো বলেন, সমুদ্রসীমা রায়ের বিষয় নিয়ে প্রধানমন্ত্র শেখ হাসিনা শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন।

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ