ব্রাজিলের কোচ স্কলারি পদত্যাগ
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ব্রাজিল দলের কোচ ফিলিপ লুই স্কলারি পদত্যাগ করেছেন। ব্রাসিলিয়ায় শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হল্যান্ডের কাছে ৩-০ গোলে হারে ব্রাজিল। এর আগে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্কলারির শিষ্যরা। ব্রাজিলিয়ান টেলিভিশন চ্যানেল গ্লোবো টিভির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাষ্ট্রীয় ফুটবল সংস্থার ইচ্ছার কথা জেনেই পদত্যাগ করেছেন স্কলারি। স্কলারি ২০০২ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের কোচের দায়িত্বে ছিলেন। ২০১২ সালে আবারো ব্রাজিলের কোচের দায়িত্বে ফিরে দলকে জিতিয়েছেন কনফেডারেশনস কাপ। তবুও ৬৫ বছর বয়সী এই কোচের রুক্ষ কৌশল ও অসুন্দর ফুটবল শৈলি নিয়ে শুরু থেকেই সমালোচনা করে আসছেন ব্রাজিলের সাবেক ফুটবলাররা।