ছয় হাজার ডাক্তার নিয়োগ দেয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

Nasim নাসিমরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ১৭ আগস্টের মধ্যে ছয় হাজার ডাক্তার নিয়োগ দিতে যাচ্ছি। এ ডাক্তারদের পোস্টিং দেয়া হবে গ্রামে। জেলা পর্যায়ে প্রতিটি হাসপাতালে আইসিইউ, সিসিইউ স্থাপন করা হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্রছাত্রীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্মিলিত প্রয়াসে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে এশিয়ার অন্যতম মডেল দেশ হিসেবে গড়ে তুলতে হবে। এসময় বিএমএ-স্বাচিপসহ ডাক্তারদের সব সংগঠনকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী। মোহাম্মদ নাসিম বলেন,  শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকভাবে একটি সরকার দ্বিতীয় মেয়াদে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। দুনিয়ায় যেভাবে নির্বাচন হয়, ভারতে যেভাবে নির্বাচন হয়, ইন্দোনেশিয়ায় যেভাবে নির্বাচন হয়, ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, আমরাও সেভাবে নির্বাচন করে নির্বাচিত হয়েছি।’ তিনি বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করে যাচ্ছি, আমাদের একটাই লক্ষ্য জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, দরিদ্রতা দূর করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। জনগণের ভোটে শেখ হাসিনাকে বার বার নির্বাচিত করা। এ সরকারের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই- রোববার বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার দেয়া এমন বক্তব্যের জবাবে নাসিম বলেন, ‘বিএনপির সঙ্গে আলোচনায় বসে কোনো লাভ হবে না। ঝগড়া-ঝাটি হওয়া ছাড়া আলোচনার কোনো ফল হবে না। কারণ উনারা আলোচনা করতে জানেন না।’ ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপদেষ্টা ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. ইকবাল আর্সনাল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ