সংশোধিত এডিপি বাস্তবায়ন হার ৯৫ শতাংশ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সমাপ্ত অর্থবছরের (২০১৩-১৪) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বাস্তবায়নের হার ৯৫ শতাংশ বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার দুপুরে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। পরিকল্পনা মন্ত্রী বলেন, ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত এডিপিতে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে ব্যয় হয়েছে ৫৬ হাজার ৭৯৩ কোটি টাকা। তবে ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে বেশি অর্থ ব্যয় হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ২০১২-১৩ অর্থবছরে সংশোধিত এডিপি বাস্তবায়নের হার ছিল ৯৩ শতাংশ। আর তার আগের বছর অর্থাৎ ২০১১-১২ অর্থবছরে সংশোধিত এডিপি বাস্তবায়নের হার ছিল ৯৩ শতাংশ। এর আগে বিভিন্ন সময়ে মন্ত্রী সংশোধিত এডিপির শতভাগ বাস্তবায়নের আশা প্রকাশ করেছিলেন। তবে তিনি রাজনৈতিক অস্থিরতায় ৯৫ শতাংশ বাস্তবায়নকে ভাল বলে মত প্রকাশ করেন।