শামীম হত্যাচেষ্টায় গ্রেফতারকৃতদের ফের ১০দিন রিমান্ড

Arrest For Shamim Shootরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার পাঁচ আসামিকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ধানমন্ডি থানার এসআই মতিউর রহমান পাঁচ আসামিকে পাঁচ দিন রিমান্ড শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আদালতে হাজির করে ফের ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন হারুন, মেহেদী, মনির, নুর আলম সিদ্দিকি ও জুয়েল। তদান্তকারী কর্মকর্তা নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। অপর আসামী রানা হাওলাদার ঘটনার দায় স্বীকার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমান আদালতে জবানবন্দী দিলে তাকেও কারাগারে পাঠানোর হয়। গত বুধবার ৯ জুলাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড জামিন শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে প্রত্যাককে পাঁচদিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ৮ জুলাই মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। ১৯ জুন সকালে ধানমণ্ডির ৯/এ নম্বর সড়কের মোড়ে মোটরসাইকেল আরোহী তিন সন্ত্রাসী এনামুল হক শামীমকে গুলি করে পালিয়ে যায়। ওই সময় তিনি নিজের গাড়িতে করে ধানমণ্ডির বাসা থেকে সিদ্ধেশ্বরীর অফিসে যাচ্ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ