চাঁদপুরে পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চাঁদপুরঃ মাদকাসক্ত ও বখাটে যুবকদের আটক করায় চাঁদপুর নতুনবাজার পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ফাঁড়ির ইনচার্জের কক্ষসহ পুলিশের দুটি মোটরসাইকেল ভাংচুর করেছে ছাত্রলীগ নামধারী একদল সন্ত্রাসী। ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে ১০টায়। পুলিশ ৮ যুবককে আটক করলেও রাতেই ছেড়ে দিয়েছে। ঘটনার সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের বেগম জামে মসজিদ এলাকার আশপাশে একদল বখাটে যুবক দীর্ঘদিন ধরে এশার নামাজের সময় আড্ডা দেয়। সেই সঙ্গে তারা বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে বেসামাল অবস্থায় হৈ-হুল্লোড় করে। এ কারণে এশা ও তারাবির নামাজ পড়তে গিয়ে মুসল্লিদের বিপাকে পড়তে হয়। স্থানীয় লোকজন বারণ করলেও তাদের নিবৃত্ত করা যায়নি। নিরুপায় হয়ে মুসল্লিরা চাঁদপুর মডেল থানাকে অবহিত করেন। এ ঘটনার পর চাঁদপুর নতুনবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সোমবার রাতে বেগম মসজিদের আশপাশের এলাকা থেকে আড্ডারত ৮ যুবককে আটক করে। খবর পেয়ে ছাত্রলীগ নামধারী আটক যুবকদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে নতুনবাজার পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। হামলায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মান্নান ও এএসআই বিপ্লব দেবনাথের দুটি মোটরসাইকেল ও ফাঁড়ি ইনচার্জের কক্ষের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করা হয়। তাণ্ডবলীলায় ফাঁড়ির কয়েকজন কনস্টেবল ও হাবিলদার তাদের হাতে নাজেহাল হন। কয়েক মিনিটের তাণ্ডবলীলা চালিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সুপার আমির জাফর, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, মডেল থানার ওসি আবদুল কাউয়ুম ঘটনাস্থলে ছুটে যান। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর সাংবাদিকদের জানান, সংরক্ষিত এলাকায় এ ধরনের ঘটনা অনাকাক্সিক্ষত। তিনি জানান, হামলায় ফাঁড়ির এসআইর ব্যবহৃত মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ফাঁড়ির ইনচার্জের চেয়ার-টেবিল ভাংচুর করা হয়েছে। কিন্তু রাতে আটক আসামিদের ছেড়ে দেয়া হয়। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছে।