বাড়াবাড়ি করলে নির্বাচন এক বছর পিছিয়ে দেয়া হবে

Mohammod Nasim মোহাম্মদ নাসিমরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি যদি বাড়াবাড়ি করে তবে নির্বাচনের সময় আরও এক বছর পিছিয়ে দেওয়া হবে। বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত গণতন্ত্র অবরোধ দিবস উপলক্ষে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ সব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া এখন ইফতার পার্টি আয়োজন করছেন। বিরোধী নেত্রীর স্থান হারিয়ে তিনি এখন ইফতার পার্টির মাধ্যমে তার অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। আগে দল গুছিয়ে তারপর আন্দোলনে নামার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। তা না হলে যদি নির্বাচন হয় আর বিএনপি তাতে অংশগ্রহণ করে তবে ব্রাজিলের মতোই বিএনপির চূড়ান্ত পরাজয় হবে বলে তিনি মন্তব্য করেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ