সচিবালয়ে তদন্ত কমিটি কর্নেল জিয়ার স্বাক্ষ্য নিচ্ছে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়নগঞ্জের প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনা উদঘাটনে র্যাব সদরের পদক্ষেপ জানতে র্যাবের অতিরিক্ত মহা-পরিচালক কর্নেল জিয়াউল আহসানের স্বাক্ষ্য গ্রহন করছে হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা কর্নেল জিয়ার স্বাক্ষ্য গ্রহন করছেন। তদন্ত কমিটির অন্যান্যরাও উপস্থিত রয়েছেন।
গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড থেকে ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে র্যাব-১১’র একটি দল অপহরণের পর হত্যা করে শীতালক্ষা নদীতে ডুবিয়ে দেয়। এঘটনায় জড়িত র্যাব- ১১’র সাবেক অধিনায়ক সেনা ও নৌ-বাহিনী থেকে চাকরি হারানো লে.কর্নেল (অব.) তারেক সাঈদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব.) এম.এম রানা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অভিযুক্ত এই তিন কর্মকর্তা বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।