পাঁচটি সিটি নির্বাচনে নজর রাখবে বিএনপি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পাঁচটি সিটি করপোরেশনে অনুষ্ঠেয় নির্বাচনে নজর রাখবে বিএনপি। এ ছাড়া শরিকদেরও এ নির্বাচনে পাশে চায় দলটি। এজন্য সোমবার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন।
শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে জানানো হয়, শরিকদলগুলোকে মাঠে নামাতে সোমবার রাতে শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠক করবেন।এ ছাড়া ওই পাঁচ সিটি করপোরেশনে প্রচারণার জন্য দলের জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে।
এর মধ্যে সিলেটে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, খুলনায় তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে নজরুল ইসলাম খান, বরিশালে মির্জা আব্বাস, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, গাজীপুরে আ স ম হান্নান শাহসহ সার্বিক প্রচারণা কার্যক্রম দেখভাল করবেন।
বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ ব্রিফিং না হলেও দলের একাধিক সদস্য জানান, বৈঠকে আগামী ১৫ জুন চার সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এই চারটি সিটি করপোরেশন সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে বিএনপির প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ছাড়া ৬ জুলাই হবে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন।
খুলনায় মনিরুজ্জামান মনি, রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল, সিলেটে আরিফুল হক চৌধুরী, বরিশালে আহসান হাবিব কামাল ও গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান মেয়র পদে প্রার্থী হয়েছেন। এরা সবাই বিএনপির সদস্য।
রাত সাড়ে ৯টা থেকে ঘণ্টাব্যাপী এই বৈঠকটি হয় গুলশানে চেয়ারসনের কার্যালয়ে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সদ্য কারামুক্ত চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, সালাহউদ্দিন আহমেদ বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।