ফিলিস্তিনে ইসরাইলি হামলার পক্ষে মেসি !
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মানবাধিকার ভুলুন্ঠিত করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনির গাজায় ইজরাইলের বর্বর হামলায় নিহত হচ্ছে নিস্পাপ শিশু-নীরিহ নারী পুরুষ। অথচ ইসরাইলের এই হামলাকে সমর্থন করলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসী! তিনি মনে করেন, ফিলিস্তিনে ইসরাইলি হামলা সঠিক সিদ্ধান্ত। এক টুইট বার্তায় তিনি তার সমর্থনের কথা ব্যক্ত করেন। এর আগেও তিনি ফিলিস্তিনি মুসলমানদের ওপর হামলার সমর্থন করেছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেকেই হয়তো জানেন না, ইসরাইলি ইয়াহুদীদের সাথে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসীর সখ্যতা বেশ পূরনো! শুধু তাই নয়, তিনি একজন ঘোর জয়নবাদীও! বিশ্বকাপ ২০১৪ এর ফাইনালের জন্য অপেক্ষমান এই তারকা সম্প্রতি রিওডি জেনেরিও’র একটি হোটেল কক্ষ থেকে টুইটারের মাধ্যমে ইসরাইলের প্রতি তার সমর্থনের কথা পূনঃব্যক্ত করেছেন। সেই সাথে একটি কালো জার্সিতে ‘লিখা একটি জার্সি হাতে নিয়ে ছবিও তোলেন তিনি। এর আগে গত বছর ইসরাইলের প্রধানমন্ত্রী বিন-ইয়ামীন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট শিমন প্যারেস এর আমন্ত্রনে বার্সেলোনার পক্ষ থেকে সঙ্গীদের নিয়ে ইসরাইল সফর করেন এবং সেখানে একটি উষ্ণ সংবর্ধনায় তিনি নিজেকে জয়নবাদের একনিষ্ঠ সমর্থক বলে জানান। এদিকে আল জাজিরা জানিয়েছে, গাজায় হামলা এখনো অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবারের প্রাণহানি ছিল সবচেয়ে বেশি। ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫৪ ফিলিস্তিনি নিহত হয়। বুধবার পর্যন্ত এ নিয়ে ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৫। জাতিসংঘ জানিয়েছে নিহতদের ৭৭ ভাগই হচ্ছে সাধারণ নাগরিক।