বিশ্বকাপে পাওয়া অর্থ গাজার শিশুদের দেবেন ওজিল
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্বকাপ অর্জিত অর্থ ইসরায়েলের হামলায় গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের দিয়ে সাহায্য করবেন জার্মানি ফুটবল দলের খেলোয়ার মেসুত ওজিল। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বকাপ জেতায় প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ ইউরো বোনাস দেয়ার ঘোষণা দেয়। আর সেমিফাইনাল জেতায় প্রত্যেককে আরো দেড় লাখ ইউরো দেয়া হয়। সেই অর্থ গাজার শিশুদের দিবেন বলে জানিয়েছেন ওজিল। জানা যায়, ইসরাইলকে সমর্থন দেয়ায় এক ফিফা কর্মকর্তার সঙ্গে হ্যান্ডশেক করেননি এই মুসলিম ফুটবল তারকা। এমনকি বিশ্বকাপে রোজার মাসে রোজা রেখে তিনি প্রতিটি ম্যাচে মাঠে নামতেন।