ক্ষমা চাইলে শাস্তি কমাবে বিসিবি !
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভুলের জন্য অনুতপ্ত হলে শাস্তি কমাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাৎ করেন সাকিব। সভাপতি পাপন বলেন, ‘সাকিব দেশের সেরা খেলোয়াড় তাই দেশের কথা চিন্তা করে সে নিজের ভুলের জন্য অনুতপ্ত হলে শাস্তি কমতে পারে। সাকিব আল হাসান বুধবার দুপুরে বিসিবি সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দেখা করার পর এ সিদ্ধান্তের কথা জানান পাপন। সাকিবের শাস্তি কমানোর আগে তাকে বিসিবির কাছে ক্ষমা চেয়ে আপিল করতে হবে। সাকিবও আগামী দু-একদিনের মধ্যেই শাস্তি কমানোর জন্য আপিল করবেন। শাস্তি কমলেও ঈদের পরই টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেতে পারছেন না সাকিব।