এইচএসসির ফল আগস্টের ২য় সপ্তাহে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২০১৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০, ১১ ও ১২ আগস্টের যেকোনো দিন প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, আজ শুক্রবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সারসংক্ষেপ তার কার্যালয়ে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী এই তিনদিনের মধ্যে যেদিনই সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১২ আগস্ট হবে এইচএসসি পরীক্ষা শেষের ৬০তম দিন। এবারের এইচএসসি পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। তবে সরকারিভাবে ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করা হয়।