রিয়াদে বাংলাদেশীর মৃত্যু
রিয়াদঃ শুক্রবার সকাল ৮টা ১৫মিনিটে রিয়াদের ওবায়েদ বিশেষায়িত (হৃদরোগ) হাসপাতালে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক বাংলাদেশী মারা গেছেন।আব্দুল কুদ্দুস ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মৃত জবেদ আলির ছেলে।
আব্দুল কুদ্দুসের বন্ধু নুর হোসেন নতুন বার্তাকে জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করে আব্দুল কুদ্দুস হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে আমরা তাকে হারাস্থ ওবায়েদ বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাই। সারারাত চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল কুদ্দুস দীর্ঘদিন যাবত রিয়াদ শহরে একটি বেসরকারি অফিসে অনুবাদকের কাজ করতেন। মাত্র ৫/৬দিন আগে তিনি আকামা নবায়ন করান।
মৃতের পক্ষ থেকে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে মৃতদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় কাগজ পত্র দেয়া হয় বলে জানিয়েছেন আব্দুল কুদ্দুসের আত্মীয়রা। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই তার লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।
তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। আব্দুল কুদ্দুসের জন্য দোয়া কামনা করেছেন তার আত্মীয় স্বজনেরা।