সরকারী কর্মকর্তা গ্রেফতারে অনুমোদনের সমালোচনা সুশীল সমাজের

projatantroসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজ.কম.বিডি

ঢাকা : ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারের আগে সরকারের অনুমোদন নিতে হবে’ এমন বিধান রেখে আইন করার উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন দেশের বিশিষ্টজনেরা।
গতকাল রোববার সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় সরকারি কর্মচারী আইনের খসড়া চুড়ান্ত করা হয়। ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারের আগে সরকারের অনুমোদন নিতে হবে’ এমন বিধান রাখা হয়েছে এই আইনের খসড়ায়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারের আগে সরকারের অনুমোদন নিতে হবে’ এমন বিধান রেখে আইন করার সরকারী উদ্যোগের বিষয়ে কথা বলেন এবিসিনিউজবিডির সঙ্গে।
ড. শাহদীন মালিক বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারের আগে সরকারের অনুমোদন নিতে হবে, কেন এমন আইন করা হচ্ছে, তা আমার বোধগম্য নয়। আমার মনে হয়, এমন আইন করা হলে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অপরাধের প্রবনতা আরো বাড়বে। অপরাধ করতে তারা উৎসাহী হবে।’
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকারী কর্মকর্তা-কর্মচারীরা কি আইনের উর্ধ্বে? তারা নিজেরাই আমার এমন প্রশ্নের জবাবে বলবেন- ‘হ্যা আমরা আইনের উর্ধ্বে।’ কোন অপরাধ সংঘঠিত করার পর সরকারী কর্মকর্তা-কর্মচারীরা পুলিশকে বলবে- ‘আমাকে গ্রেফতার করতে চান, যান আগে সরকারের অনুমতি নিয়ে আসেন। ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেপ্তারের আগে সরকারের অনুমোদন নিতে হবে, এমন আইন হলে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে।

ড. আসিফ নজরুল বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারের আগে সরকারের অনুমোদন নিতে হবে, এমন আইন হলে সাধারন মানুষের সঙ্গে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বৈষম্য সৃষ্টি হবে। দেশের সাধারন মানুষের চেয়ে তারা (সরকারী কর্মকর্তা-কর্মচারী) আলাদা, এটাই প্রমানিত হবে, নতুন এই আইন অনুমোদিত হলে। কারা সরকারকে এমন আইন প্রনয়নে উৎসাহিত করছে, তা আমার জানা নেই। শুধু এতটুকু বলবো, এবিষয়ে আইন মন্ত্রণালয়কে উদ্যোগ নিয়ে বৈষম্য সৃষ্টি হয়, এমন আইন বন্ধ করতে হবে।’

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ