সশস্ত্র বাহিনীর ১ লাখ ১৩ হাজার ২৫৮ সদস্যের মিশনে অংশগ্রহণ

tri service bd forceসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এপর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১ লাখ ১৩ হাজার ২৫৮ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৯টি মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৭ হাজার ৮৩ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন বলেও জানিয়েছে এ কমিটি। জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনী বিভাগের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। ২০০৯ সালের পর সরকারের সদিচ্ছা ও ঐকান্তিক সহযোগিতায় সশস্ত্র বাহিনীতে উল্লেখযোগ্য পরিমান যুদ্ধাস্ত্র, বিভিন্ন ধরণের জাহাজ, ইউনিট, সেনানিবাস ঘাঁটি ও স্থাপনা সংযোজিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে সামরিক ও বেসামরিক পর্যায়ে সশস্ত্র বাহিনী এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন অবকাঠামোগত, পুনর্বাসন ও সেবামূলক কার্যক্রমের প্রশংসা করা হয়। কমিটির সদস্য ডাঃ দীপু মনি, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং হোসনে আরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ