মানবতাবিরোধী অপরাধে সিরাজ মাস্টার গ্রেফতার

sciser masterরিপোর্টার, এবিসি নিউজ বিডি, বাগেরহাটঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের রাজাকার কমান্ডার সিরাজ মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট মডেল থানার (সদর)  অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আজম খানের নেতৃত্বে সোমবার রাতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মীর্জাপুর নিজ বাড়ি থেকে সিরাজ মাস্টারকে আটক করা হয়। গভীর রাতে আটকের পর তাকে বাগেরহাট মডেল থানায় রাখা হয়েছে। গ্রেফতারকৃত সিরাজ একাত্তরে রাজাকার বাহিনীর তৎকালীন বাগেরহাট মহাকুয়া ডেপুটি কমান্ডার ছিলেন। বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারিকাঠি গ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১০ জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ৭২ বছর বয়সের এ যুদ্ধাপরাধী সিরাজুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া গ্রামের হারেজ সেখের ছেলে।  ওই সময়ে তিনি খুলনার একটি স্কুলে শিক্ষকতা করতেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান জানান, সূত্রের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ডেমা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে সিরাজ মাস্টারকে গ্রেফতার করে। তিনি ওই পরিত্যাক্ত বাড়িতে আত্মগোপন করেছিলেন। ওসি আরো জানান, সিরাজের বিরুদ্ধে বাগেরহাটের রামপাল উপজেলার ডাকারায় এক দিনে ছয় থেকে সাত শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষকে গুলি ও জবাই করে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া কসাই সিরাজের নেতৃত্বে কচুয়া উপজেলার শাঁখারিকাঠিতে ৪২ জনকে, টেংরাখালী গ্রামে ছয় জনকে, বাগেরহাট সদর উপজেলার চুলকাঠিতে সাতজনকে, কান্দাপাড়ায় ২২ জনকে ও রনজিতপুরে ৪২ জনকে গুলি ও জবাই করে হত্যার অভিযোগ রয়েছে তদন্ত সংস্থার কাছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, বাগেরহাটে এপর্যন্ত মানবতাবিরোধ অপরাধের মামলায় ‘কসাই’ হিসাবে খ্যাত সিরাজ মাস্টারের বিরুদ্ধে সাত থেকে আট শতাধিক হত্যা ও গণহত্যার অভিযোগ পাওয়া গেছে। একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে বাগেরহাট সদর, রামপাল, কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কসাই সিরাজ এসব হত্যা ও গণহত্যা চালিয়েছে। 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ