কমনওয়েলথে বাংলাদেশের পতাকা বইবেন রত্না

8820140723194234স্পোর্টস ডেস্ক, এবিসিনিউজবিডি

ঢাকা : আজ (বুধবার) দিবাগত রাত দু’টায় কমনওয়েলথ গেমসের পর্দা উঠছে। স্কটল্যান্ডের গন্ডাসগোর সেল্টিক পার্কে গেমসের উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সবচেয়ে বড় এই গেমসটির উদ্বোধন করবেন। ৭১টি দেশের প্রায় ৪৫০০ অ্যাথলেট গেমসে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাথলেটদের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন শুটার শারমীন আকতার রত্না।

রত্নার এটা দ্বিতীয় কমনওয়েলথ গেমস। ২৬ বছর বয়সী মাগুরার মেয়ে রত্না ২০১১ ঢাকা সাউথ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছিলেন।

২০১২ লন্ডন অলিম্পিক গেমসে অংশ নেয় রত্না। শুটিংয়ে রত্নার স্থান ১১১তম। চলতি বছর ১৩ ধাপ এগিয়ে এসেছেন এই স্বর্ণকন্যা

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ