যুক্তরাজ্য নির্বাচন প্রত্যাখ্যান করেনি: শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি

ঢাকা :pm-1 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাজ্য সরকার ৫ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেনি। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও তাদের কোনো দ্বিধা ছিল না।

শনিবার দুপুরে যুক্তরাজ্য সফর উপলক্ষে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ দাবি করেন।

‘৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সরকার অস্বস্তিতে আছে’ বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে শেখ হাসিনা বলেন, ‘তিনি (ডেভিড ক্যামেরন) তো সরকারকে নাকচ করেননি। বলেননি আমি প্রধানমন্ত্রী নই। ইলেকশন নিয়ে আলোচনা হবেই। পার্টিসিপেটরি ইলেকশন, আনকনটেসটেড…এসব নিয়ে আলোচনা থাকতেই পারে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ফরোয়ার্ড লুকিং। তিনি বলেছেন, ‘যা হওয়ার হয়েছে, ফিরে তাকাতে চাই না।’
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভাষ্য, যুক্তরাজ্য সরকারের যদি বাংলাদেশ সরকার সম্পর্কে কোনো দ্বিধা থাকত, তাহলে তাঁকে দেশটির প্রধানমন্ত্রী বারবার ফোন করে দাওয়াত দিতেন না। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নিজে ‘রিসিভ’ করেন বলেও জানান প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্য সফরের বাইরেও প্রধানমন্ত্রীকে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা, ঈদের পর বিএনপির আন্দোলন, জামায়াতের সঙ্গে আঁঁতাতের অভিযোগ, যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়। প্রধানমন্ত্রী বলেন, সামনের নির্বাচনও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিকভাবে হবে।

‘জামায়াতের সঙ্গে সরকারের আঁতাত হয়েছে কি না’ এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘কোন দুঃখে আঁঁতাতের রাজনীতি করতে যাব? জামায়াতের সঙ্গে আঁঁতাত করে আমার লাভ কী? খালেদা জিয়া জামায়াতের নেতাদের মন্ত্রী বানিয়েছিলেন। তাঁদের হাতে আমার লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকা তুলে দিয়েছিলেন। তাঁদের গ্রেপ্তার করে জেলে পুরেছি। সে সাহসটা কে দেখিয়েছে? পারলে আমিই পারব। আর যারা বিএনপিকে ক্ষমতায় আনার চেষ্টা করে, কেঁদেকেটে অস্থির হয়, যুদ্ধাপরাধীদের বিচার চায়। তাঁদের আঁঁতাত কার সাথে হয়েছে, খোঁজ নেন। এমন ডুয়েল রোল কেন?’

সংলাপের সম্ভাবনা শেখ হাসিনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলকে যথাসময়ে যথাযথ ভূমিকা নিতে হয়। সেটি তারা করতে ব্যর্থ হয়েছে। তাদের ভুলের খেসারত কেন আমাকে দিতে হবে? এখন ডায়ালগ ডায়ালগ করছেন। আমি যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হতাম তাহলে কথা ছিল। বলেন, মানুষ শান্তিতে আছে কি না। যেভাবে হোক নির্বাচন হয়েছে। জনগণ মেনে নিয়েছে। ৪০ শতাংশ ভোট পড়েছে।’

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ