জাতীয় ঈদগাহ প্রস্তুত
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি
ঢাকা : জাতীয় ঈদগাহ প্রস্তুত। পবিত্র ঈদুল ফিতরের কয়েক দিন বাকি থাকলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। এবিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি তারা শেষ করে এনেছেন। এ জন্য ব্যয় হয়েছে প্রায় ৫৮ লাখ টাকা। এ ছাড়া পূর্ত মন্ত্রণালয়ের ব্যয় হয়েছে আরও আড়াই লাখ টাকা।
সিটি করপোরেশনের তাদের দাবি, একমাত্র ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় ছাড়া কোনো কিছুই জাতীয় ঈদগাহে ঈদের নামাজে বাধা হতে পারবে না।
আজ (শনিবার) সরেজমিনে দেখা গেছে, পুরো ঈদগাহ ময়দানে সামিয়ানা টাঙানোর কাজ শেষ। নিরাপত্তা ক্যামেরা বসানোর কাজ করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মীরা। কয়েক শ বৈদ্যুতিক পাখা জড়ো করে রাখা আছে ময়দানের এক প্রান্তে। সাজসজ্জার কাজও চলছে সমান তালে। পুলিশ, র্যাবের দুটি আলাদা নিয়ন্ত্রণকক্ষ তৈরি হয়ে গেছে। ঈদগাহ ময়দানের মূল ফটকের পাশেই বসানো হয়েছে ১২০টি ওজুখানা।