র‌্যাব ৮ শত লোক মেরেছে : শাহদীন মালিক

rab-1সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি

ঢাকা : দেশের বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক র‌্যাব ৮ শত লোক মেরে ফেলেছে উল্লেখ করে বলেছেন, ‘টেলিভিশনে কাউকে কাউকে র‌্যাবের পক্ষে কথা বলতে দেখি। আমি দেখি, শুনি আর ভাবি, যে দেশে ৮০০ লোককে একটি বাহিনী মেরে ফেলেছে তাদের পক্ষে কীভাবে কথা বলা হয়।’ আসন্ন ঈদের আগে বিএনপি নেতা সাজিদুল ইসলামসহ নিখোঁজ নেতা-কর্মীদের উদ্ধারের জোর দাবি জানান তিনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নিখোঁজ ও গুম হওয়া স্বজন হারানোদের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহদীন মালিক এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান। শাহদীন মালিক ছাড়াও সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, মানবাধিকার কর্মী শিরিন হক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী প্রমুখ ।

শাহদীন মালিক বলেন, আমরা একটি স্বাধীন দেশে বসবাস করছি। এই দেশে আমাদের একটি বাহিনী ৮ শত মানুষ মেরে ফেলেছে। এর পরও টেলিভিশনে কেউ কেউ র‌্যাবের পক্ষে কথা বলে। এসব দেখে আমি ভাবি, যে দেশে ৮০০ লোককে একটি বাহিনী মেরে ফেলেছে, তাদের পক্ষে কীভাবে কথা বলা হয়।’

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘র‌্যাব এলিট ফোর্স নয়। র‌্যাব ইজ এ কিলার ফোর্স।’

স্বজন হারানোরা জানান, গত বছরের ডিসেম্বর মাসের বিভিন্ন সময়ে ৩৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামসহ আটজনকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে কয়েকজন র‌্যাব-১ লেখা একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এর পর থেকে তাঁদের খোঁজ নেই। ঈদের আগে বিএনপির নেতা সাজিদুল ইসলামসহ নিখোঁজ আট কর্মীকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি দাবি জানান স্বজনেরা।

সাজিদুল ইসলাম ছাড়া নিখোঁজ আরও সাতজন হলেন পূর্ব নাখালপাড়ার বাসিন্দা আবদুল কাদের ভূঁইয়া, পশ্চিম নাখালপাড়ার মাজহারুল ইসলাম রাসেল, মুগদার আসাদুজ্জামান, উত্তর বাড্ডার আল আমিন, শাহীনবাগের এ এম আদনান চৌধুরী ও কাওসার। তারা সবাই ছাত্রদলের কর্মী বলে স্বজনেরা দাবি করেছেন। এ ছাড়া ওই দিন সাজিদুলের খালাতো ভাই জাহিদুল করিম নিখোঁজ হন। তিনি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন বলে পরিবারের স্বজনেরা জানিয়েছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ