দ্বিতীয় দিনেও ঈদ আনন্দ সারাদেশে

আনোয়ার আজমী, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি

ঢাকা : ঈদুল আযাহার দ্বিতীয় দিনেও সারাদেশের মানুষের মাঝে যেন আনন্দের কোন কমতি নেই। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আজ বুধবার ঈদের দ্বিতীয় দিনের উৎসব পালিন করছে দেশের মুসলমান সম্প্রদায়।
এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

এর আগে গতকাল ঈদুল আযাহার প্রথম দিনে ঈদের জামাত আদায়ের পর দেশের জনগণের শান্তি উন্নয়ন ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ইসরায়েলের নৃশংসতা থেকে ফিলিস্তিনের মানুষকে রক্ষার জন্য আল্লাহর রহমত কামনা করে সারাদেশের মুসলমানরা। জামাতে শরিক হন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টে বিচারপতি, সংসদ সদস্য, ঊর্ধ্বতন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। এ ছাড়া মুসলিম দেশগুলোর কূটনীতিকেরাও নামাজে শরিক হন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন ঈদ জামাতে ইমামতি করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ নামাজের পর মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঈদের কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহ এবং জাতীয় মসজিদে নারীদের নামাজের জন্য ছিল বিশেষ ব্যবস্থা।

প্রতিবারের মতো এবারও দেশের ঈদুল ফিতরের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে মুসলিম সম্প্রদায়কে এ হত্যাকান্ড ঠেকাতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

ঈদের প্রথম দিনের চেয়ে আজ সারাদেশের মানুষের মাঝে আনন্দ আর উদ্দীপনার যেন কোন কমতি নেই। গৃহ কর্তারা সকালেই বেড়িয়ে পড়েছেন শিশুদের নিয়ে। যতই বেলা বাড়ছে ততই ভীর বাড়ছে পার্কসহ আনন্দ ও বিনোদন কেন্দ্রে। দ্বিতীয় দিনের ঈদ উপলক্ষে বেসরকারি টেলিভিশন ও রেডিওতে আজও বিশেষ অনুষ্ঠানমালা চলছে ।

এবার টানা নয় দিনের ছুটি থাকায় অনেকে গ্রামের বাড়ি চলে গেছেন। এতে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা। তাই নগরবাসীকে ঈদের দিন স্বাচ্ছন্দ্যে রাস্তায় চলাচল করতে পারছেন।eid 2nd day

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ