বিএনপির আন্দোলনে সংঘাতের আশঙ্কা নেই
মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি
ঢাকা : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ঈদের পর বিএনপির আন্দোলন কর্মসূচি নিয়ে সংঘাতের কোনো আশঙ্কা দেখি না। বিএনপি শন্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন আশাবাদের কথা জানান।
এলজিআরডি মন্ত্রী বলেন, ইতিপূর্বে বিএনপি বলেছে, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। তাই বিএনপির আন্দোলন নিয়ে জনগণের আতংকিত হওয়ার কোনো কারণ নেই। আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। তারা আন্দোলন করতে পারে।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখন আন্দোলন নিয়ে ভাবছিনা। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসুচি নিয়ে ভাবছি।
সৈয়দ আশরাফুল ইসলাম ১২টা ২০ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন। প্রথমেই তিনি সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর নিজ মন্ত্রনালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্চা বিনিময় করেন।