অর্থনীতিতে প্রভাব ফেলে এমন আন্দোলন সমর্থনযোগ্য নয়
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি
ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এমন কোনো আন্দোলনই সমর্থনযোগ্য নয়।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে অর্থমন্ত্রী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এমন কোনো আন্দোলনই সমর্থনযোগ্য নয়। আন্দোলন হলে মানুষ যদি চলাচল করতে না পারে, অর্থনৈতিক কর্মকান্ড যদি না হয় তাহলে অর্থনীতিতে এর প্রভাব পড়বেই। যারা আন্দোলন করেন তারাও সেটা জানেন।
বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এখন স্টেকহোল্ডারের সংখ্যা বেড়েছে। সবাই কর্মব্যস্ত। স্টেকহোল্ডাররা এখন নিজেদের স্বার্থেই কোনো আন্দোলনের পক্ষে সমর্থন দেবে না।
তিনি বলেন, মানুষ থাকলেই আন্দোলন হয়, না থাকলে কোনো আন্দোলন হয় না।
মন্ত্রী আরো বলেন, কেবল বিএনপি নয়, বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দলের পক্ষেই আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়।
–