মন্ত্রীরা ভারসাম্য হারিয়ে ফেলেছেন : রিজভী
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি
ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার দলীয় মন্ত্রীরা ভারসাম্য হারিয়ে ফেলেছেন। শনিবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘বিএনপি সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়া হবে’ মন্ত্রীদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী এ কথা বলেন।
মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের এই ক্ষমতা কে দিয়েছে? আপনারা তো অনির্বাচিত প্রতিনিধি। জনগণের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। আপনারা জোর করে ক্ষমতায় এসেছেন।
ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগের কথা উল্লে¬খ করে তিনি বলেন, শুধু ঈদের সময় যাতায়াতের নিষ্ঠুর পরিণতির কারণে শতাধিক মানুষ জীবন দিয়েছেন। সরকারের ক্যাডার বাহিনীরা শুধু হত্যা, খুন ও গুম করেই ক্ষান্ত হয়নি। তারা টিকিট কালোবাজারি নিয়ে নাটোরের লালপুরে মানুষও হত্যা করেছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রদিবাদ জানান।
তিনি আরো বলেন, সরকারের ওপর জনগণের আস্থা নেই। আজকে সারাদশে যানজট-দুর্ঘটনা নিয়ে মানুষের মনে ক্ষোভ কাজ করছে। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।