সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই : এরশাদ

Arshadসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি

ঢাকা : জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতাসীন সরকার জানমালের নিরাপত্তা দিতে পারছে না। তাই তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। প্রয়োজনে তিনি ও তার দল সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবেন।

শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এ মন্তব্য করেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘প্রয়োজন হলে রাস্তায় নামব। তবুও সরকারের ব্যর্থতা তুলে ধরব। এ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। তাই, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। খুন এবং গুমের কারণে বাংলাদেশ এখন কলঙ্কিত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কে কখন গুম হয়ে যায়, তার গ্যারান্টি নেই। নদীতে লাশ ভেসে ওঠে। আমার সময়ে এমন ছিল না।’

এরশাদ বলেন, তাদের আন্দোলন হবে অহিংস। বিএনপি ও জামায়াতের সহিংস আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ‘এর আগে যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তাই, দলটি ক্ষমতায় যেতে পারেনি।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ