সহিংস আন্দোলন হলে ছাড় দেবে না সরকার : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির আন্দোলন-কর্মসূচি অহিংস হলে তাতে বাধা দেবে না সরকার। তবে সহিংস হলে, কোনো শিথিলতা নয়, কোনো রকম ছাড় দেওয়া হবে না।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দল তো আন্দোলন করবেই। নিয়ম তান্ত্রিকভাবে দেশে যে আন্দোলন হয় সেটা চলবে। তবে যদি আন্দোলন সহিংস হয়, জ্বালাও পোড়াও করা হয়, ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করা হয়, তাহলে প্রশাসন বসে থাকবে না।
আসাদুজ্জামান খান কামাল বলেন, নিয়মের মধ্যেই তারা যদি আন্দোলন করে। তাহলে আমরা রাজনৈদিক ভাবে তা মোকাবিলা করবো। আর যদি সহিংসতা চালায় তাহলে যে কাজটি করার সেই কাজটিই করবো। কোনো শিথিলতা করবো না।
বিএনপির আন্দোলন হুমকির বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা ইলেকশন করে এসেছি। কেউ কিছু বললে তাতে আমরা ভয় পেয়ে যাবো, তাতো নয়।
আন্দোলন প্রশ্নে প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণ গণতান্ত্রিক আন্দোলন পছন্দ করে। তারা যদি তা করে তাহলে আমাদের কিছুই করার নেই। আমরা রাজনৈতিকভাবে তা মোকাবিলা করতে চাই।