২৭ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু

Bimanসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : আগামী ২৭ আগস্ট থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। এটি শেষ হবে ২৮ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর থেকে। শেষ হবে ৯ নভেম্বর। এবার ৯৮ হাজার ৭৬২ জন মানুষ হজ করার সুযোগ পাবেন।

বুধবাবর দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

ধর্ম সচিব বলেন, হজ শেষে করে ৮ অক্টোবর থেকে ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে আসা শুরু করবেন। ফিরতি শেষ ফ্লাইট হবে ৮ নভেম্বর।

চৌধুরী মো. বাবুল হাসান আরো বলেন, এবার হজ পালন করবেন ৯৮ হাজার ৭৬২ জন। এদের অর্ধেক বহন করবে বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক বহন করবে সৌদি এয়ারলাইন্স।

এ ছাড়া হজযাত্রীদের হয়রানি রোধে বিমানবন্দরে এবার ‘সিটি চেকিং’ এর ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ