মিশু-জলি আটক, সব গার্মেন্টসে ধর্মঘটের ডাক

Mishuমনির হোাসেন মিন্টু, এবিসিনিউজবিডি.কম,
ঢাকা : সব পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়ার পর তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সমন্বয়ক শ্রমিকনেত্রী মোশরেফা মিশু ও জলি তালুকদারকে আটক করেছে পুলিশ।

এর আগে সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ দুপুরে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

বকেয়া বেতন-বোনাস ও ওভারটাইমের দাবিতে ১১ দিন ধরে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে তোবা গ্রুপের তিনটি পোশাক কারখানার শ্রমিকরা অনশন করে আসছিলেন। বেলা দেড়টার দিকে কারখানা থেকে মিশুসহ অনশনরত শ্রমিকদের পিটিয়ে বের করে দেয় পুলিশ।
এরপর মিশু, জলিসহ কয়েকজন অনশনকারী হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে রওনা হন। এ সময় সাংবাদিকদের মিশু বলেন, এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিকদের অনশন কর্মসূচি চলবে। এ অনশনকে গণ-অনশনে রূপ দেওয়া হবে। এ ছাড়া দেশের সব গার্মেন্টসে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে। এরপরই জলিকে ঘটনাস্থল থেকে এবং একটু সামনে থেকে মিশুকে পুলিশের ভ্যানে তুলে নেয়া হয়।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ