বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন মাইলফলক

Bankআনোয়ার আজমী, এবিসিনিউজবিডি.কম,
ঢাকা : বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন মাইলফলক ছুঁয়েছে। বৃহস্পতিবার বিকেলে রিজার্ভ দুই হাজার ২০৫ কোটি ডলারে পৌঁছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, রপ্তানি আয়ের ইতিবাচক ধারা এবং বিদেশি সাহায্য বৃদ্ধির রিজার্ভ বাড়ায় অবদান রেখেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, গত জুলাই মাসে ১৪৮ কোটি ২৪ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা এক মাসের হিসাবে অতীতের যে কোনো মাসের চেয়ে বেশি। আর গত ২০১৩-১৪ অর্থবছরে বিভিন্ন পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে ৩০ দশমিক ১৮ বিলিয়ন ডলার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ