সম্প্রচার নীতিমালা বাতিলের দাবি জাতীয় প্রেসক্লাবের

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

Jatiya-Press-Clubঢাকা :জাতীয় সম্প্রচার নীতিমালা ও জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব।

বৃহস্পতিবার গণমাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে ঘোষিত এই জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবি জানিয়েছেন। যুক্ত বিবৃতিতে তারা বলেন, এই নীতিমালা বেসরকারি বেতার-টিভির হাত-পা বেঁধে দেয়ারই অপপ্রয়াস। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা অবিলম্বে বাতিল করা হোক। তারা এ বিষয়ে অতিদ্রুত প্রজ্ঞাপন জারিরও নিন্দা জানান।
বিবৃতিতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ আরো বলেন, ‘গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে বেসরকারি বেতার-টিভি’র জন্য যে সম্প্রচার নীতিমালা অনুমোদিত হয়েছে তা গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণেরই একটি অপচেষ্টা। এই নীতিমালা বাস্তবায়িত হলে বেসরকারি কোন বেতার-টিভি’ই স্বাধীনভাবে কাজ করতে পারবে না। গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে, ভূলুণ্ঠিত হবে মত প্রকাশের স্বাধীনতা।’
তারা আরও বলেন, ‘সম্প্রচার নীতিমালা প্রণয়নের আগে যে কমিটি করা হয়েছে তাতে গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সব মতের প্রতিনিধিদের রাখা হয়নি। এমনকি সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় প্রেস ক্লাবের মতো একটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কোন প্রতিনিধিকেও আলোচনার জন্য কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়নি। ইতোপূর্বে গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন জাতীয় ইস্যু এবং প্রাতিষ্ঠানিক বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের মতামতকে গুরুত্ব দেয়া হতো। কিন্তু আমরা লক্ষ্য করছি, কয়েক বছর ধরে তা উপেক্ষা করা হচ্ছে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ