পদত্যাগ কেন, আমি কি লঞ্চের চালক ছিলাম : নৌমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : নৌ দুর্ঘটনা, নৌ পথের সার্বিক অব্যস্থাপনা ও মন্ত্রণালয়ের কার্যক্রমে চরম স্থবিরতা নেমে আসায় এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবি জোড়ালো হয়েছে। তবে তিনি এ বিষয়ে এখনও অনড় রয়েছেন। ‘পদত্যাগের প্রশ্নই ওঠে না’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘পদত্যাগ করবো কেন, আমার অপরাধ কি, আমি কি ডুবে যাওয়া লঞ্চের চলক ছিলাম? আমি কি সারেং সুকানী না মাষ্টার ছিলাম।’
শুক্রবার সকালে প্রাইমনিউজ.কম.বিডিকে পদত্যাগের দাবি জোড়ালো হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
একের পর এক নৌ দুর্ঘটনা, নৌ পথে নানা অনিয়ম ও অবস্থাপনা এবং মন্ত্রণালয়ের সিদ্ধন্ত বাস্তবায়নে চরম স্থবিরতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগের ভেতরেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন দলের ভেতর থেকেও নৌমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। পদত্যাগের দাবি উঠেছে সংবিধান প্রনেতা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও। সুশীল সমাজের প্রতিনিধিরা চেয়েছেন নৌ-পথের নানা সমাস্যর সমাধানে ব্যর্থ হওয়া মন্ত্রীর পদত্যাগ।
বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের পিনাক-৬ দুর্ঘটনার জন্য সরকার তথা মন্ত্রণালয়কেই দয়ি করে তিনি বলেন, ‘ডুবে যাওয়া নৌ-যানে কত যাত্রীর ধারন ক্ষমতা ছিল আর কত যাত্রী উঠেছিল, তার কোন মনিটরিং ছিল না।’
নৌ মন্ত্রী শাজাহান খান এসব বিষয়ে বলেন, ‘দুর্ঘটনায় যারা প্রান হাড়িয়েছেন, তাদের মধ্যে আমারও আত্মীয়-স্বজন আছেন। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে ছুটে গেছি। উদ্ধার কার্যক্রম জোড়দার করিয়েছি। স্বজন হাড়াদের সমবেদনা জানিয়েছি। স্থানীয় প্রশাসনকে তাদের পাশে দারানোর নির্দেশ দিয়েছি। এর পরও যদি আমার পদত্যাগের প্রশ্ন আশে, তাহলে তো আমারও প্রশ্ন আছে, আমার অপরাধ কি, আমি কি ডুবে যাওয়া লঞ্চের চলক ছিলাম? আমি কি সারেং সুকানী না মাষ্টার ছিলাম। পদত্যাগের প্রশ্নই ওঠে না।’