সম্প্রচার নীতিমালা ও গাজায় হামলার ইস্যু নিয়ে মাঠে নামছে বিএনপি
সিনিয়র রিপোর্টার, প্রাইমনিউজ.কম.বিডি,
ঢাকা : জাতীয় সম্প্রচার নীতিমালা ও ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা বন্ধের ইস্যু নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ১৬ আগস্ট কালো পতাকা হাতে মৌন মিছিল এবং সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ১৯ আগস্ট সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
রোববার রাতে চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দলটির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সঙ্গে বৈঠক করে এই কর্মসূচি ও তারিখ চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বৈঠক সূত্র জানায়, জোটের শরীক দলগুলোর নিজস্ব কোনো কর্মসূচি বা অসুবিধা না থাকলে ওই দুটি তারিখই চূড়ান্ত হতে পারে। এর বাইরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে আগামী ৩১ আগস্ট বিএনপির আলোচনা সভার আয়োজন করবে, এছাড়া এ ধরণের আরও কিছু কর্মসূচির তারিখ পরে চূড়ান্ত করা হবে। এছাড়া শিগগির জেলা সফরের বিষয়েও আলোচনা হয়েছে। তবে কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, মওদুদ আহমদ, সরওয়ারী রহমান, এম কে আনোয়ার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকের এক ফাঁকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব জানান, পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ দুর্ঘটনা ও উদ্ধার করতে না পারার জন্য সরকারের ‘উদাসীনতা’কে দায়ী করে এর নিন্দা জানিয়েছে বিএনপি। পাশাপাশি নিখোঁজ যাত্রীদের মরদেহগুলো উদ্ধার করে স্বজনের কাছে ফিরিয়ে দেওয়া, নিহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সম্প্রচার নীতিমালা নিয়ন্ত্রণমূলক এবং একদলীয় শাসনব্যবস্থার দিকে হাঁটার পদক্ষেপ হিসেবে অভিহিত করে এটি পুরোপুরি বাতিলের দাবি জানানো হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘ, ওআইসি, আরব লিগের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের আটকের নিন্দা ও তার মুক্তির দাবি জানানো হয় বৈঠকে।