খুলনায় সেনা নামানোর মতো পরিস্থিতি হয়নি : সিইসি

CEC_KCCরিপোর্টার, এবিসি নিউজ বিডি, খুলনা : খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে কয়েকজন প্রার্থী সেনাবাহিনী চেয়ে আবেদন করার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, ‘খুলনায় সেনা নামানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।’

রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের যেন নির্বাচনী বিধি মানাতে বাধ্য করতে না হয়। আপনারা নিজেরা আচরণবিধি মেনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন।’

কালো টাকা দিয়ে ভোট কেনা সংক্রান্ত কয়েকজন প্রার্থীর করা অভিযোগের ব্যাপারে সিইসি বলেন, ‘এটা ধরা কঠিন, তবে আপনারা সহযোগিতা করলে পদক্ষেপ নেওয়া যাবে।’

বৈধ অস্ত্র জমা নেওয়ায় অবৈধ অস্ত্রধারীদের ভয়ে অনেক প্রার্থী নিরাপত্তহীনতায় ভুগছেন- এমন প্রশ্নের জবাবে কাজী রকিব উদ্দিন আহমদ কেএমপি কমিশনারকে উদ্দেশে করে বলেন, ‘যেসব প্রার্থী অস্ত্র জমা দিয়েছেন, তাদের নিরাপত্তার ব্যাপারে বিশেষ ব্যবস্থা নিতে হবে।’

ফেসবুককে নতুন উৎপাত উল্লেখ করে তিনি বলেন, ‘এর মাধ্যমে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধে সাইবার ক্রাইম প্রতিরোধ আইন প্রয়োগ করা হবে।’

কেসিসি নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তা, মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি, জাতীয় পার্টি সমর্থিত শফিকুল ইসলাম মধু।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ