সাত খুনের ঘটনায় নুর হোসেন জড়িত র‌্যাব হত্যাকান্ড ঘটায় : শামীম ওসমান

Shamim Os-2সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : সাত খুনের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও এ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭ খুনের ঘটনায় নূর হোসেন জড়িত। র‌্যাবকে দিয়েই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। সত্য প্রকাশ ও সাহসী ভুমিকার জন্য তদন্ত কমিটি আমাকে ধন্যবাদ জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করেন হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। এর আগে গতকাল নারায়নগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভিকে জিজ্ঞাসাবাদ করেন এই তদন্ত কমিটি।

সেলিনা হায়াৎ আইভিকে একজন করাপটেড মহিলা উল্লেখ করে শামীম ওসমান বলেন, সাত খুনের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবেই আমি জড়িত নই। আমার কথা নারায়নগঞ্জের কেউ বলছে না। বলছে শুধু আইভি। একজন করাপটেড, দুর্নীতিবাজ মহিলার মুখে এসব কথা শুনবেন। তিনি বলেন, আইভি র‌্যাবকে বাচাতে কত না কথা বলেছেন। তা আমরা ভুলে যাইনি।

‘নুর হোসেন ৭ খুনের ঘটনায় সারাসরি জাড়িত কি না’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা নারায়নগঞ্জ ৪ আসনের এই সাংসদ বলেন, ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও এ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭ খুনের ঘটনায় নূর হোসেন জড়িত। র‌্যাবকে দিয়েই নুর হোসেন এই হত্যাকান্ড ঘটিয়েছে।

শামীম ওসমান বলেন, নজরুল ইসলামসহ ৭ জনকে র‌্যাব যে অপহরন করেছিল, তা আমি অপহরনের এই ঘটনার মধ্যেই জেনে যাই। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ওটা আমার সংসদীয় এলাকা। ওখানকার পাগলটাকেও আমি চিনি। আমার লোকজন আমাকে র‌্যাবের অপহরনের কথা আধা ঘন্টার মধ্যেই আমাকে জানায়। আমি বিষয়টি জেনে প্রশাসনের সকল মহলকে অবহিত করি।

তিনি আরো বলেন, আমি ঘটনার পরপরই বলেছিলাম, শর্ষেতেই ভুত আছে। আমি বোঝাতে চেয়েছিলাম, মানুষের নিরাপত্তার রক্ষক র‌্যাব এই ঘটনা ঘটিয়েছে। পরবর্তিতে আমার কথা সত্য হল।

সত্য প্রকাশ ও সাহসী ভুমিকার জন্য তদন্ত কমিটি তাকে ধন্যবাদ জানিয়েছে উল্লেখ করে শামীম ওসমান বলেন, হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি দেশের একজন নাগরিক হিসেবে, স্থানীয় সাংসদ হিসেবে আজ আমাকে ডেকেছিলেন। ঘটনার পর আমার সত্য প্রকাশ ও সাহসী ভুমিকার জন্য তারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমিও এজন্য তাদের ধন্যকাদ জানিয়েছি।

সাংসদ শামীম ওসমান বলেন, আমি তদন্ত কমিটিকে দিক নির্দেশনা দিয়ে বলেছি, ওয়ান-ইলেভেন গ্রুপ মাথা চাড়া দিয়ে উঠেছে। রাষ্ট্রকে দেশকে অস্থিতিশীল করতে নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটানো দুর্নীতিবাজ র‌্যাব অফিসাররা ঘটিয়েছে। নদীতে সাতটা লাশ এক সঙ্গে ভেসে উঠার পেছনে সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। সে বিষয়টি খতিয়ে দেখতে হবে। সাত খুনে নূর হোসেনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও জানান তিনি।

নুর হোসেনের সঙ্গে মোবাইল কথোপকথনের বিষয়ে তিনি বলেন, নুর হোসেনের সঙ্গে আমার কথা হয়েছে। আর লাশ পাওয়া গেছে ৩০ তারিখে। সে (নুর হোসেন) বলেছে, আপনি আমার বাপ লাগেন। আমি লেখাপড়া জানি না। আমি ভুল করেছি। আপনি আমাকে বাঁচান। শামীম ওসমান বলেন, আমার কোনো আশ্রয় প্রশয় ছিল না। আমি যা করেছি আইন শৃঙ্খলাবাহিনীর পরামর্শে করেছিই।

অপর এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, আমার হাতে ক্ষমতা থাকলে কালই নূর হোসেনকে ফিরিয়ে আনতাম। তবে বিষয়টাকে কোনো হালকাভাবে দেখার কারণ নেই।

 

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ