শামীম ওসমানের তথ্য তদন্তে সহায়ক হবে : তদন্ত কমিটি
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজ.কম.বিডি,
ঢাকা : হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান আলী মোল্লা বলেন, স্থানীয় সাংসদ এবং একজন সাক্ষী হিসেবে শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার পরামর্শ তদন্ত কাজে সহায়ক হবে। ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে, সে জন্য তার কাছে পরামর্শ নেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান বলেন, এ ঘটনার পর গত ৮ মে থেকে আমরা আমাদের তদন্ত কাজ শুরু করেছি। এ পর্যন্ত অনেকের সাক্ষ্য নেওয়া হয়েছে।
আমরা প্রতিটি বিষয় বা তথ্য গুরুত্ব দিয়ে বিবেচনা করেই সিদ্ধান্ত নিচ্ছি। সঠিক ও প্রকৃত ঘটনা বের করার জন্যই এটি করা হচ্ছে।
শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদের বিষয়ে সাংবাদিকদের বলেন, আমরা অনেক সেন্সেটিভ বিষয় পেয়েছি। তবে বলা যাচ্ছে না। শামীম ওসমান তদন্ত সহায়ক অনেক তথ্য দিয়েছেন।
‘নুর হোসেনকে জিজ্ঞসিাবাদ করা হবে কি না’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাজাহান আলী মোল্লা বলেন, অপেক্ষা করেন। একটি বস্তুনিস্ট প্রতিবেদন তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।