এইচএসসির ফল ঘোষনা পাসের হার ৭৮ দশমিক ৩৩
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৩৩। এই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২জন শিক্ষার্থী।
আজ (বুধবার) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।
তবে আনষ্ঠানিকভাবে বেলা একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল পাওয়া যাবে বেলা দেড়টায়। একই সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ওয়েব সাইট ও নির্ধারিত পদ্ধতিতে এসএমএস করে মোবাইলে ফল জানা যাবে।