বুদ্ধিজীবী করস্থানে সমাহিত হলেন সাংবাদিক ওবায়দুল গনি চন্দন

সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা  : সাংবাদিক ও ছড়াকার ওবায়দুল গনি চন্দনকে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। বিকেল সাড়ে ৫টায় তাকে সমাহিত করা হয়। বাদ জোহর তার কর্মস্থল দৈনিক মানবকণ্ঠের গুলশানে এবং বেলা তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে জানাযা শেষে চন্দনের মরদেহ মিরপুরে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

Chandonগতকাল শুক্রবার রাতে কলাবাগানে এক বন্ধুর বাসায় বুকে ব্যথা অনুভব করলে চন্দনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সকাল সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ওবায়দুল গনি চন্দন দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় ফিচার এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী রুবিনা মোস্তফা এসএ টেলিভিশনের সাংবাদিক। তাদের এক ছেলে আছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ