মিছিল শেষে পুলিশের হয়রানির কবলে পড়েন নেতাকর্মীরা
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদের আয়োজিত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশি বাধা ও হয়রানির কবলে পড়েন নেতাকর্মীরা।
শনিবার ২০ দলীয় জোটের পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিল বিকেল ৫টার মধ্যেই শান্তিপূর্নভাবে শেষ হয়। এর পর নেতাকর্মীরা ব্যানার নিয়ে পায়ে হেটে গন্তব্যে রওনা দেন। পুলিশকে এসময় তাদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নেয়াসহ নানা রকম হয়রানি করতে দেখা যায়। কাকরাইল, শান্তিনগর, মালীবাগ, মগবাজার ও এলিফ্যান্ট রোডে সব চেয়ে বেশি নেতাকর্মী পুলিশের হাতে হয়রানির স্বিকার হন। মহানগর বিএনপির পক্ষ থেকেও এমন অভিযোগ করা হয়েছে।
এদিকে মিছিলের পর পরই দলীয় কার্যালয়ের সামনে দাঁড়ানো নেতাকর্মীদের সড়িয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তারা বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে। কাউকে প্রবেশ করতেও দেয়া হচ্ছে না বলে জানা গেছে।