সোনা চুরি ও সনদ জালিয়াতি’র অভিযুক্ত সচিব ওএসডি হচ্ছেন সোমবার
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : মুক্তিযুদ্ধ সম্মাননার ক্রেষ্টের সোনা চুরি ও মুক্তিযুদ্ধ সনদ জালিয়াতিসহ গুরুতর কিছু অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে.এইচ মাসুদ সিদ্দিকীকে ওএসডি করা হচ্ছে। প্রধানমন্ত্রী এ-সংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিতর্কিত সচিব কে.এইচ মাসুদ সিদ্দিকীকে তার দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হচ্ছে।
সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়েছেন। স্বাভাবিক নিয়মে আগামী ৩০ অক্টোবর মাসুদ সিদ্দিকীর অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা। তবে চাকরির মেয়াদ এক বছর বাড়াতে গত বছর তিনি নিজের মন্ত্রণালয় থেকেই ভূয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ বিষয়ে এবিসিনিউজবিডিকে বলেন, ‘সোমবার নাগাদ আমরা এ-সংক্রান্ত আদেশ জারি করব।’ ওএসডি করার বিষয়টি নিশ্চিত করেন যুগ্ম সচিব (এপিডি) মহিবুল হক।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকও বিষয়টি নিশ্চিত করে এবিসিনিউজবিডিকে বলেন, ‘সচিবকে ওএসডি করা হচ্ছে বলে আমি জেনেছি। তার নানা ধরনের অন্যায় কাজের জন্য আমাকে প্রায়ই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। প্রধানমন্ত্রীও তার বিষয়ে আমার কাছে জানতে চেয়েছিলেন।’
‘সচিবের নানা অনিয়মের ব্যাপারে কী ব্যবস্থা নেবেন’ এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কিছু বিষয় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। সেখান থেকে ফাইল এলেই আমরা ব্যবস্থা নেব। এ ছাডা মন্ত্রণালয়ের অন্যান্য যেসব অনিয়মের অভিযোগ সচিবের বিরুদ্ধে রয়েছে, সে বিষয়ে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।’