বেসরকারী হাসপাতালের অনিয়ম বন্ধে অসহায়ত্ব স্বাস্থ্যমন্ত্রীর
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি,ঢাকাঃ দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বেসরকারী হাসপাতালগুলোর অনিয়ম, অব্যবস্থাপনা, সেচ্ছাচারিতা বন্ধে নীতিমালা বা আইন করতে অসহায়ত্ব প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
রোববার বিকেলে রাজধানীর সেগুন বাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই অসহায়ত্ব প্রকাশ করেন।
‘বেসরকারী হাসপাতালগুলোর অনিয়ম, অব্যবস্থাপনা, সেচ্ছাচারিতা বন্ধ ও এই হাসপাতালগুলোকে একটি নিয়ম-নীতির মধ্যে আনতে নীতিমালা বা আইন করার সরকারের কোন উদ্যোগ আছে কিনা’ এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার। তবে এটা খুবই কষ্টসাধ্য। আমার ক্ষমতাও সীমিত। বেসরকারী হাসপাতাল চলে তাদের নিজস্ব নিয়ম-নীতিতে। অনেকেই ব্যবসার মানষিকতা নিয়ে হাপাতাল খুলেছে।’ এমন মানষিকতা প্রত্যাহার করা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।
‘আগে টাকা পরে লাশ’ গুলশানের ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের এমন দাবির বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি নিজেও ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। জানি না শেষ পর্যন্ত কি হয়েছে।
‘এখনও হাসপাতালে লাশের অপেক্ষায় আছেন মৃত মোহাম্মদ আসলামের পরিবার’ সাংবাদিকদের পক্ষ থেকে মন্ত্রীকে এ বিষয়টি অবহিত করা হলে তিনি বলেন, ‘কি বলবো, বিদেশে এমন হলে সরকারের তহবীল থেকে… থাক এনসব বিষয়ে আর বলতে চাচ্ছি না।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, বেগম জিয়া নির্বাচনে না গিয়ে যে ভুল করেছেন, এখন তার খেসারত দিচ্ছেন। আমার বিশ্বাস, আগামী নির্বাচনে আর তিনি এমন ভুল করবেন না।
‘মধ্যবর্তি নির্বাাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মধ্যবর্তি নির্বাচনের আর সুযোগ নেই। নির্বাচন হবে ২০১৯ সালে। বিএনপি ইস্যুভিত্তিক কর্মসূচী দিলে সরকার তাতে বাধা দেবে না।’