সোনা চুরি ও সনদ জালিয়াতি’র অভিযুক্ত সেই সচিব ওএসডি হলেন
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : মুক্তিযুদ্ধ সম্মাননার ক্রেষ্টের সোনা চুরি ও মুক্তিযুদ্ধ সনদ জালিয়াতি’র অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে.এইচ মাসুদ সিদ্দিকীকে ওএসডি করা হয়েছে। প্রধানমন্ত্রী এ-সংক্রান্ত ফাইলে অনুমোদনের পর সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে।
জণপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিতর্কিত এই সচিবকে তার দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত ফাইলে অনুমোদন দেন। স্বাভাবিক নিয়মে আগামী ৩০ অক্টোবর মাসুদ সিদ্দিকীর অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা। তবে চাকরির মেয়াদ এক বছর বাড়াতে গত বছর তিনি নিজের মন্ত্রণালয় থেকেই ভূয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে.এইচ মাসুদ সিদ্দিকীকে ওএসডি করার কথা স্বীকার করেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথাও জানান তিনি।