‘আ.ক.ম মোজাম্মেল বাইচান্স মন্ত্রী’
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বাইচান্স’ মুক্তিযোদ্ধা বলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এম.কে আনোয়ার বলেছেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে অংশ নিয়ে যারা সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন, তারা সবাই ‘বাইচান্স’। আ.ক.ম মোজাম্মেলও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাইচান্স মন্ত্রী। একজন বাইচান্স আর একজনকে তো বাইচান্সই বলবেন। কারন বাইচান্সের অর্থ তিনিই সবচেয়ে ভাল বোঝেন।
মঙ্গলবার বিকেলে এবিসিনিউজবিডির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এম.কে আনোয়ার এসব কথা বলেন। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জিয়াউর রহমানকে ‘বাইচান্স’ মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল।
এম.কে আনোয়ার বলেন, বাইচান্স মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল বাইচান্স বেচে গেছেন। নইলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবের মত সোনা চুরির দায়ে তিনি নিজেও ফেঁসে যেতেন। ওনার (আ.ক.ম মোজাম্মেল) জীবনের অনেক কিছুই বাইচান্স। উনি নিজে বাইচান্স মুক্তিযোদ্ধা কিনা, তা তদন্ত করার সময় আসছে।