ভারতকে কোনো বিষয়ে চাপ দিতে রাজি নন অর্থমন্ত্রী

সিনিmalয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : ভারতকে কোন বিষয়ে চাপ না দেওয়ার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পণ্য রপ্তানিকারক দেশ ভারত। সব মিলিয়ে ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক ভালো রয়েছে। দেশটিতে নতুন আঙ্গিকে একটি সরকার এসেছে। এ মুহুর্তে কোন বিষয়ে চাপ দেওয় ঠিক হবে না।

বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এশিয়ান উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বিন্দু লোহানীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্র বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে এড়িয়ে চলা ভারতের পক্ষে সম্ভব নয়। কারণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে তাদের বিশাল স্থলসীমা রয়েছে। এ অঞ্চলের লোকজনের কৃষ্টি-কালচার একই ধরনের।

ভারতের বিগত সরকারের সহায়তায় আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটি বিএনপির কথা। ভারতের নতুন সরকারের সঙ্গে এখন পর্যন্ত তেমন কোনো আলোচনা হয়নি। তবে আমি মনে করি ভারতের নিজেদের স্বার্থেই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

আওয়ামী লীগ পরনির্ভরশীল নয় দাবি করে মুহিত বলেন, পরনির্ভরশীলতা বিএনপির চরিত্র। তারা মনে করে বিদেশিদের সহায়তা ছাড়া ক্ষমতায় থাকা যায় না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ