প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বোর্ড পরীক্ষার ৩২ সেট প্রশ্ন হবে
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে দেশের শিক্ষাবোর্ডগুলোর সব পরীক্ষার প্রশ্নপত্রের ৩২টি সেট করা হবে। আগামীতে সকল বোর্ড পরীক্ষায় এ পদ্ধতি প্রয়োগ করা হবে।
বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সিদ্দিক, অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাহপরিচালক অধ্যাপক ফাহমিদা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম এসময় উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সঠিক প্রশ্ন নির্ধারণ করতে ৩২টি সেট পড়তে হবে। তাহলে তাদের পাঠ্যবইয়ের সবটাই পড়তে হবে। মূলত: এটি করার উদ্দেশ্যেই হচ্ছে যাতে অসৎ লোকরা দেশের উদীয়মান শিক্ষার্থীদের বিপথে নিতে না পারে।
‘বিজি প্রেসের কর্মকর্তা-কর্মচারি প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাই পরবর্তী পরীক্ষার প্রশ্ন অন্যকোন প্রেসে ছাপা হবে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ১৫২ ধরণের প্রশ্নপত্র ছাপাতে হয় এবং তা সঠিক সময়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠাতে হয়। এজন্য বিজি প্রেসের বিকল্প খোঁজা হচ্ছে। বিজি প্রেসের বিকল্প পাওয়া না গেলে সেখানেই ছাপা হবে। তবে তাদের উপর কড়া নজরদারি রাখা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের শাস্তি দিতে দেশে কোন আইন নেই। এটি একটি মিথ্যা কথা। আমাদের ১৯৮০ সাল একটি আইন করা হয়েছে। তাতে এ চক্রের লোকদের ১০ বছরের শাস্তির বিধান রাখা হয়েছে। পরবর্তীতে ১৯৯২ সালে সংস্কার করে ৪ বছর করা হয়েছে। তবে আইনটির কোন প্রয়োগ ছিলোনা। এখন আমরা এটি আরো একবার সংস্কার করার পদক্ষেপ নিয়েছি। দেশের মানুষকে জানানোর জন্য আজকেই পুরাতন আইনটি শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নতুন আইনে আমরা তাৎক্ষণিক শাস্তির বিধান রাখা হবে।