মুজিবুরের গাড়ি চালককে উদ্ধার নিয়েও পুলিশের লুকোচুরি
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমানের গাড়ি চালক রেজাউল হককে উদ্ধার নিয়ে পুলিশ লুকোচুরি করছে। পুলিশ দাবি করেছে, বুধবার রেজাউলকে তারা গুলশান থেকে উদ্ধার করেছে। তবে কখন কোথা থেকে তাকে উদ্ধার করেছে, সে সম্পর্কে পুলিশ কিছু বলতে নারাজ। পুলিশের এই লুকোচুরি নিয়ে ব্যাপক প্রশ্ন উত্থাপিত হয়েছে।
গত ৪ মে সুনামগঞ্জে হত্যা-গুমের বিরুদ্ধে আয়োজিত সমাবেশ শেষে সিলেট যাওয়ার পথে অপহৃত হন যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান ও তার গাড়ি চালক রেজাউল। গত সোমবার (১৮ আগষ্ট) রাতে প্রায় সাড়ে তিনমাস পর অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পন তারা দুজনেই। মুজিবুর রহমান গুলশানের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। রেজাউল আছেন পুলিশ হেফাজতে।
পুলিশ জানায়, মুজিবুর রহমানের গাড়ি চালক রেজাউলকে বেলা ১১টার দিকে গুলশান এলাকায় পাওয়া গেছে। তবে গুলশানের ঠিক কোথা থেকে তাকে পাওয়া গেছে, তা নিশ্চিত করে বলতে রাজি হয়নি পুলিশ। শুধু তাই নয়, কোথায় রাখা হয়েছে রেজাউলকে তাও বলতে অপরগতা জানিয়েছে পুলিশ।
যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা মুজিবুর ও তার ড্রাইভারকে সাড়ে তিনমাস কারা অপহরণ করে রেখেছিল, ছাড়া পাওয়ার পর আবার করা রেজাউলকে দু’দিন আটক করে রেখেছিল, পুলিশ আবার কোথা থেকে রেজাউলকে উদ্ধার করলো, এসব প্রশ্নের জট খুলছে না।
এদিকে রেজাউলকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম প্রাইমনিউজ.কম.বিডিকে বলেন, ‘আমরা সকালের দিকে গুলশান এলাকা থেকে তাকে (রেজাউল) উদ্ধার করেছি। এখন তিনি আমাদের হেফাজতে আছেন।’