ডিএসইর ৪ পরিচালক পদে ভোট চলছে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন চার পরিচালক নির্বাচনে ভোট দিচ্ছেন সদস্যরা।
ডিএসই উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, সোমবার সকাল ১০টা থেকে ডিএসই সভাকক্ষে ভোট গ্রহণ শুরু হয়।ভোটগ্রহণ চলবে রাত আটটা পযন্ত। ডিএসইর ২৪০ জন সদস্য আটজন প্রার্থীর মধ্য থেকে ভোর দিয়ে চারজনকে নির্বাচিত করবেন।
ডিএসই ১২ জন নির্বাচিত পরিচালকের মধ্যে প্রতিবছর ৪ জনের মেয়াদ শেষে ৪ জন নতুন পরিচালক নির্বাচিত হন।
সোমবার নতুন চার পরিচালক নির্বাচিত হওয়ার পর আগামী শনিবার ডিএসই বার্ষিক সাধারণ সভায় এই ১২ জন পরিচালক তাদের মধ্য থেকে সংগঠনের নতুন সভাপতি, জেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন।
বর্তমান সভাপতি রকিবুর রহমান, আহমেদ ইকবাল হাসান, খাজা গোলাম রসুল ও শরিফ আতাউর রহমান এবার পরিচালক হিসাবে তাদের মেয়াদ শেষ করছেন।
নতুন চার পরিচালক পদের আট প্রার্থী হলেন- ডেসা সিকিউরিটিজের শামীম আফজাল, আদিল সিকিউরিটিজের দস্তগীর মোহাম্মাদ আদিল, এম অ্যান্ড জেড সিকিউরিটিজের মঞ্জুর উদ্দিন আহমেদ, শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসাইন, মডার্ন সিকিউরিটিজের খুজিশতা নূরই নাহরিন, বিঅ্যান্ডবি এন্টারপ্রাইজের আজিজুল হক, লতিফ সিকিউরিটিজের লুৎফর রহমান বাদল এবং শাহেদ আবদুল খালেক।
নতুন নির্বাচিত চার জনের সঙ্গে আগের যে আট পরিচালক আগামী দিনগুলোতে পর্ষদ পরিচালনা করবেন তারা হলেন- আহমেদ রশীদ লালী, মোহাম্মদ শাহজাহান, আহসানুল ইসলাম টিটো, আজিজুর রহমান, আবদুল হক, মো. হানিফ ভূইয়া, মিনহাজ মান্নান ইমন ও মো. মিজানুর রহমান খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক এম এ হাসেম ডিইসির এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।