চাঁপাইনবাবগঞ্জে বোমা উদ্ধার, জামায়াত নেতা আটক

bomচাঁপাইনবাবগঞ্জ রিপোর্টার, এবিসি নিউজ বিডিঃ হরতালের সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরে পিকেটারদের ছোঁড়া তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

শহরের পিটিআই মোড় থেকে ওই ঘটনার পর সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দুরুল হোদাকে আটক করেছে পুলিশ।

আদালত অবমাননার দায়ে তিন নেতাকে সাজা দেয়ার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।

এদিকে বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্যে জেলায় হরতাল চলছে।

শহরের টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও ট্রেন ও ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সদর থানার ওসি বজলুর রশিদ জানান, হরতাল সমর্থকরা পিটিআই মোড় এলাকায় তিনটি হাবোমা নিক্ষেপ করলেও সেগুলো বিস্ফোরিত হয়নি। অবিস্ফোরিত ককটেলগুলো পুলিশ উদ্ধার করেছে।

পরে ঘটনাস্থল থেকে এক জামায়াত নেতাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬ টার দিকে শহরের পাওয়ার হাউস মোড় এলাকায় একটি মিছিল বের করেন শিবিরকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে রাজারামপুর এলাকায় মিছিল করেছে হরতাল সমর্থকরা। এ সময় তারা একটি ট্রাক ভাংচুরের চেষ্টা করে।

সকাল সাড়ে ৭ টার দিকে পিটিআই মোড় এলাকায় পেট্রোল পাম্পের সামনে রাস্তায় ইট ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে জমায়াত-শিবির সমর্থকরা।

তবে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ