জিয়া ইতিহাসের খলনায়ক: তথ্যমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাসের ‘খলনায়ক’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের মিলনায়তনে আবৃত্তি সংগঠন সংবৃতা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানের স্মৃতির কথা উল্লেখ করে বলেন, জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের লজ্জা ঢাকতে এবং তাদের খুশি করতে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের স্থানটিতে পরিকল্পিতভাবে শিশুপার্ক নির্মাণ করেন।
মন্ত্রী আরও বলেন, যারা ইতিহাসকে মুছে ফেলতে ও বিকৃত করতে চায়, তারাই ইতিহাসের আস্তকুঁড়ে নিক্ষিপ্ত হয়।
নিজেকে রাজনৈতিক কর্মী উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, মাঠে-ঘাটে আন্দোলন করে, দেয়ালে পোস্টার লাগিয়ে তারা রাজনৈতিক কর্মী হয়েছেন। আর জিয়ার মতো যারা ওপর থেকে ‘নাজিল’ হন, তারা রাজনৈতিক কর্মী নন, রাজনৈতিক কর্মচারী। এই কর্মচারীরাই রাজনীতিকে সুস্থ্য ধারায় রাখতে দেননি।